আজ খবর (বাংলা), মছলন্দপুর, উত্তর 24 পরগণা, পশ্চিমবঙ্গ, 03/10/2022 : রেলগেটের পাশে বেহাল রাস্তার জন্য পথ দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর। দুর্ভাগ্যজনক এই ঘটনাটি ঘটেছে মছলন্দপুরে।
মহা অষ্টমীর দিন সকালে মছলন্দপুর রেলগেটের কাছে মৃত্যু হল এক ব্যক্তির, নাম জহর সরকার (63)। মৃত ব্যক্তির বাড়ি গোবরডাঙ্গা থানার অন্তর্গত লক্ষীপুর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে মছলন্দপুর রেলগেটের আগে বাসস্ট্যান্ডে একটি বাস দাঁড়িয়েছিল। সেই বাসের পাশ দিয়ে ঘাতক লরিটি অতিক্রম করছিল। ওই সময় লরিটির পাশ দিয়ে স্কুটারে করে জহর সরকার মছলন্দপুর বাজারে যাচ্ছিলেন।
রেলগেটের আগে এবং পরে দুই পাশে রাস্তার খুবই বেহাল দশা থাকার কারণে সাধারণ লোকের পায়ে চলার যোগ্য নেই রাস্তা। সেখানে ওই স্কুটার অতিক্রম করার সময় লরির তলায় পড়ে যান জহর সরকার। তাঁর উপর দিয়ে লরির চাকা চলে যায়।
তাঁকে সঙ্গে সঙ্গে মছলন্দপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ও এলাকার বাসিন্দারা স্থানীয় বাউগাছি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। যদিও রেলগেট সংলগ্ন রাস্তা নির্মাণের দায়িত্ব রেলের উপর বর্তায়। দীর্ঘদিন ধরেই স্থানীয় মানুষ বারবার দাবি করে আসছেন রাস্তা সারাই করার জন্য। আবহাওয়া পরিষ্কার থাকা সত্বেও রেল কর্তৃপক্ষের উদাসীনতায় এই মৃত্যুর ঘটনা ঘটলো এমনটাই দাবি করছেন স্থানীয় মানুষ।