আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 11/10/2022 : টেট দুর্নীতিতে অভিযুক্ত বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হল গতকাল মাঝরাতে।
টেট দুর্নীতি মামলায় সরাসরি অভিযুক্ত ছিলেন মানিক ভট্টাচার্য, এমনটাই অভিযোগ করেছে ইডি। মানিকবাবুর তত্বাবধানেই উত্তরপত্রে নম্বর বাড়িয়ে বসানো হত। কোন উত্তরপত্রে কত নম্বর বসানো হবে তা ঠিক করে দিতেন মানিক ভট্টাচার্যই, এমনই অভিযোগ উঠেছে।
মানিক ভট্টাচার্যকে তথ্য প্রমান দিয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল সেই সময় তিনি বিষয়গুলিকে এড়িয়ে যান। তদন্তে সাহায্য না করার জন্যই গতকাল মাঝরাতে গ্রেপ্তার করা হয় তাঁকে।
গ্রেপ্তার করার পর আজ সকালে মানিক ভট্টাচার্যকে স্বাস্থ্য পরীক্ষার জন্যে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। মানিকবাবু চিকিৎসকদের নিজের অসুস্থতার কথাও জানান।
জোকা ইএসআই থেকে তিনটি গাড়ির কনভয় মানিক ভট্টাচার্যকে নিয়ে যায় ব্যাঙ্কশাল কোর্টে। সেখানেই মানিক ভট্টাচার্যকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। আজ যখন মানিক ভট্টাচার্যকে ব্যাঙ্কশাল কোর্টে ঢোকানো হচ্ছিল, তখন বেশ কিছু মানুষ জুতো হাতে বিক্ষোভ দেখাতে থাকেন এবং মানিককে লক্ষ্য করে 'চোর চোর' বলে চীৎকার করতে শুরু করেন।