আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 02/10/2022 : রাজ্য সভার নেতাদের নিয়ে নৈশ ভোজ সহ একটি বৈঠকের আয়োজন করতে চলেছেন দেশের উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকর।
উপ রাষ্ট্রপতির দপ্তর সূত্রে জানা গিয়েছে ঐ নৈশ ভোজ ও বৈঠকটি অনুষ্ঠিত হবে আগামীকাল। সেই জন্যে রাজ্য সভার সব নেতাদের আমন্ত্রণ পাঠানো হয়েছে। দুই মাস আগে শপথ গ্রহণের পর থেকে এই বৈঠকই ধনকরের প্রথম বড় কাজ হিসেবে বিবেচ্য হবে।
রাজ্য সভার নেতারা ছাড়াও বৈঠকে আমন্ত্রিত হয়েছেন পীযুষ গোয়েল, প্রহ্লাদ জশীদের মত উচ্চ কক্ষের কয়েকজন মন্ত্রী। বৈঠকটি আয়োজিত হবে উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকরের দিল্লীর অফিস তথা বাসভবনে।
Loading...