প্রথম ওয়ানডে : ভারত হারল 9 রানে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


প্রথম ওয়ানডে : ভারত হারল 9 রানে

Share This

প্রথম ওয়ানডে : ভারত হারল 9 রানে


আজ খবর (বাংলা), লখ্নৌ, উত্তর প্রদেশ, 06/10/2022 : দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিবসীয় প্রথম ম্যাচে জয় পেল দক্ষিন আফ্রিকা।

টসে জিতে আজ দক্ষিন আফ্রিকাকে ব্যাট করতে পাঠান ভারতের অধিনায়ক শিখর ধাওয়ান। দক্ষি আফ্রিকার খেলোয়ারদের মধ্যে মালান 42 বলে 22 রান, ডি কক 54 বলে 48 রান, মাক্রান 5 বলে 0 রান, ক্লাসেন 65 বলে 74 রান, মিলার 63 বলে 75 রান সংগ্রহ করেন। দক্ষিন আফ্রিকা 40 ওভারে মোট 249 রান তোলে। ভারতীয় বোলারদের মধ্যে শার্দুল ঠাকুর 2 উইকেট এবং রবি বিষ্ণৈ এবং কুলদীপ যাদব 1টি করে উইকেট পেয়েছেন।

250 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ভারত খেলতে নেমে উইকেট হারাতে থাকে। ভারতীয়দের মধ্যে শিখর ধাওয়ান 16 বলে 4 রান, শুভমন গিল 7 বলে 3 রান, গায়কোয়ার 42 বলে 19 রান, ঈশান কিষান 37 বলে 20 রান, শ্রেয়ষ আয়ার 37 বলে 50 রান, স্যামসন 63 বলে 86 রান, শার্দুল ঠাকুর 31 বলে 33 রান, কুলদীপ যাদব 1 বলে 0 রান, আবেশ খান 6 বলে 3 রান, রবি বিষ্ণৈ 2 বলে 4 রান করেন। ভারত 8 উইকেট হারিয়ে মোট 240 রান তোলে। ভারতকে 9 রানে হারিয়ে দক্ষিন আফ্রিকা সিরিজে 1-0 স্কোরে এগিয়ে গেল। এর পরের ম্যাচটি হবে আগামী 9 তারিখে রাঁচিতে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages