দেশজুড়ে চালু হল 5জি প্রযুক্তি - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দেশজুড়ে চালু হল 5জি প্রযুক্তি

Share This

দেশজুড়ে চালু হল 5জি প্রযুক্তি


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 01/10/2022 : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের ষষ্ঠ টেলিকম কংগ্রেসে যোগ দিলেন আর সেই সঙ্গে গোটা দেশে উদ্বোধন করা হল 5জি টেলিকম প্রযুক্তির।

চলতি টেলিকম নেটওয়ার্ক এর তুলনায় 5জি অন্ততপক্ষে 10 গুন বেশি শক্তিশালী বলে মনে করা হচ্ছে। অনেক কম সময়ে অনেক ধরনের কাজ করে নেওয়া যাবে 5জি চালু হলে। ইন্টারনেটের গতি বেড়ে যাবে অনেকটা। 3 ঘণ্টার সিনেমা ডাউনলোড করা যাবে আধা মিনিটেই।

আজ মহা ষষ্ঠীর দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে 5জি প্রযুক্তি উপহার দিলেন। 5জি প্রযুক্তি গ্রামেও ইন্টারনেটের চাহিদা বৃদ্ধি করছে। পরিবহণ এবং টেলি মেডিসিন ছাড়াও মানুষের ব্যবহারিক জীবনে ব্যাপক প্রভাব ফেলতে চলেছে 5জি প্রযুক্তি। ড্রোন প্রযুক্তি, হাই সিকিউরিটি রাউটার, সাইবার হুমকির মোকাবিলা, অনলাইন লেনদেন, স্বয়ংক্রিয় চালনার গাড়ি, স্মার্ট এম্বুলেন্স ক্ষেত্রে নিখুঁতভাবে কাজ করবে 5জি। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, স্কিল ডেভেলপমেনট, জলসেচ নিয়ন্ত্রণ ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে চলতি জীবন যাত্রার আমূল পরিবর্তন আনবে 5জি পরিষেবা।

আপাতত দিল্লী, মুম্বই, কলকাতা সহ দেশের মোট 17টি শহরে শুরু হতে চলেছে 5জি প্রযুক্তি। চলতি পরিষেবার তুলনায় 25% বেশি খরচ পড়বে নতুন এই 5জি প্রযুক্তির ক্ষেত্রে। ইতিমধ্যেই বাজারে 12 হাজার টাকা দামের মধ্যেই 5জি ফোন পাওয়া যাচ্ছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages