দুরন্ত ব্যাটিং, ভারত জিতল 16 রানে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দুরন্ত ব্যাটিং, ভারত জিতল 16 রানে

Share This

দুরন্ত ব্যাটিং, ভারত জিতল 16 রানে


আজ খবর (বাংলা), গুয়াহাটি, আসাম, 02/10/2022 : ভারতীয় ব্যাটিং রীতিমত দুরমুশ করে দিল দক্ষিন আফ্রিকাকে। ভারতীয় ব্রিগেড দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি 20 ম্যাচ খেলতে নেমে 16 রানে ম্যাচ জিতে নিল।

আজ টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল দক্ষিন আফ্রিকা। ব্যাট করতে নেমে আজ ভারতীয়দের মধ্যে  সুর্যকূমার যাদব 21 বলে 61 রান করেন। রোহিত শর্মা 37 বলে 43 রান করেন। কে এল রাহুল 28 বলে 57 রান করেন, বিরাট কোহলি 28 বলে 49 (*) রান করেন। ইনিংসের শেষে ব্যাট করতে নেমে দীনেশ কার্তিক 7 বলে 17 রান জুড়ে দেন। ভারত মোট 237 রান তোলে।

দক্ষিন আফ্রিকা 238এর লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে প্রথমেই 2 উইকেট খুইয়ে বসে। দক্ষিন আফ্রিকার  ব্যাটসম্যানদের মধ্যে ডি কক 48 বলে 69 রান, মার্ক্রাম 19 বলে 33 রান এবং মিলার 47 বলে 106 রান করেন। ভারতীয় সাদামাটা বোলিংএর কোমর ভেঙ্গে দিয়ে দক্ষিন আফ্রিকার খেলোয়াড়রা মোট 221 রান তুলে নিয়ে যায়।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages