![]() |
ভেঙ্গে পড়া মোরবি সেতু |
আজ খবর (বাংলা), গান্ধীনগর, গুজরাট, 31/10/2022 : গুজরাটের মোরবিতে মাচ্ছু নদীর ওপর কেবল সাসপেনশন সেতু ভেঙ্গে পড়ার ঘটনায় শতাধীক মানুষের মৃত্যু হয়েছে। শতাধীক মানুষের চিকিৎসা চলছে। এই পরিস্থিতিতে মোরবিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী মোদী রয়েছেন কেভাডিয়ায়, সেখান থেকে তিনি বলেন অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। গুজরাট সরকার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। কিভাবে এই ধরনের ঘটনা ঘটল তা তদন্ত করে দেখতে একটি উচ্চ পর্যায়ের দল গঠন করা হয়েছে। নরেন্দ্র মোদী 1 তারিখে মোরবিতে গিয়ে পৌঁছাবেন বলে জানা গিয়েছে।
![]() |
মোরবিতে এই সেই কেবল সেতু |
গতকাল মোরবিতে একটি কেবল সাসপেনশন সেতু ভেঙ্গে যায়। ঐ সেতুতে মেরামতির কাজ চলছিল। মাত্র দিন চারেক আগে সেতুটিকে জনসাধারণের জন্যে খুলে দেওয়া হয়েছিল। ঐ সেতুতে গতকাল প্রচুর মানুষের ভীড় ছিল। সেই সময় মাচ্ছু নদীর ওপর সেতুটি ভেঙ্গে পড়ে। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট 132 মানুষের মৃত্যু হয়েছে। জার মধ্যে রয়েছে অনেক মহিলা ও নাবালক। অন্তত 100 জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসারত রয়েছেন।
গুজরাট সরকার এই ঘটনায় ইতিমধ্যেই একটি স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করেছে। পাঁচ জনের একটি বিশেষ দল তদন্তে নেমেছে। আগামীকাল নরেন্দ্র মোদী ঘটনাস্থল পরিদর্শন করবেন।