বিদেশে আটকে পড়া 130 জনকে উদ্ধার করল ভারত - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বিদেশে আটকে পড়া 130 জনকে উদ্ধার করল ভারত

Share This

বিদেশে আটকে পড়া 130 জনকে উদ্ধার করল ভারত


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 07/10/2022 : ভুয়ো চাকরির ফাঁদে বিদেশে আটকে পড়া 130 জনকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনল ভারত। 

ভুয়ো চাকরির প্রতারণার জাল বিছিয়ে রেখেছে বেশ কিছু দেশের কিছু সংস্থা। তাদের লোভনীয় চাকরির হাত্ছানিকে অনেকেই উপেক্ষা করতে না পেরে বিপদের মুখে পড়ে যান। বিদেশে গিয়ে আটকে যান। অনেক সময় তাঁদের জীবনটাই চলে যায়। 

এরকমই ফাঁদে আটকে থাকা 50 জনকে উদ্ধার করা হল মায়ানমার থেকে। মায়ানমারে এখনও বেশ কিছু ভারতীয় এভাবেই বিপদের মধ্যে আটকে রয়েছেন, যাঁদের সাথে সে দেশের ভারতীয় দূতাবাসের কোনো যোগাযোগ নেই। সে দেশের ভারতীয় দূতাবাস অবশ্য পুরো দস্তুর চেষ্টা চালাচ্ছে সবাইকে উদ্ধার করে নিয়ে আসার জন্যে। তবে কেউ কেউ অবৈধভাবে সীমান্ত পার করে মায়ানমারে প্রবেশ করার জন্যে পুলিশের হেফাজতে রয়েছেন। সকলের সাথেই যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে।

মায়ানমার ছাড়াও কম্বোডিয়া থেকেও 80 জনকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে। দুটি ক্ষেত্রেই ভারতীয় দূতাবাসের সদিচ্ছা এবং কঠোর পরিশ্রমকেই কৃতিত্ব দিতে হবে। আর সে জন্যেই 130 জন ভারতীয় দেশের মাটিতে ফের পা রাখতে পারলেন। সরকারি আধকারিকরা বার বার সতর্ক করছেন যে কোনো চাকরির হাতছানি দেখেই তাতে বিভ্রান্ত না হওয়ার জন্যে। ভাল করে খোঁজ খবর নিয়ে তবেই বিদেশে চাকরি করতে যাওয়া উচিত হবে। কেননা অনেকটা কাঠ খড় পুড়িয়ে, অনেক কষ্ট করে বিদেশে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করতে হয়।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages