আজ খবর (বাংলা), দেরাদুন, উত্তরাখন্ড, 04/10/2022 : ফের বিপর্যয় উত্তরাখন্ডে। এক ভয়াবহ তুষার ধ্বসের কারনে 28 যান মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। তুষার ধ্বসে অনেকেই আটকে পড়েছেন, নিখোঁজ হয়েছেন বেশ কয়েকজন।
উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন উত্তরাখন্ডের দ্রৌপদীর দণ্ড2 শৃঙ্গের কাছে হঠাৎ করেই তুষার ধ্বস নামে। সেই ধ্বসেই চাপা পড়েছেন বেশ কিছু মানুষ, যার মধ্যে রয়েছেন বেশ কিছু ট্রেকার। জানা যাচ্ছে নেহেরু পর্বতারোহণ প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা ঐ অঞ্চলে গিয়েছিলেন পাহাড়ে চড়ার প্রশিক্ষণ নেওয়ার জন্যে।
উদ্ধারকাজে নামানো হয়েছে এনডিআরএফ এবং এসডিআরএফ এর কর্মীদের। পাশাপাশি নামানো হয়েছে আইটিবিপি ও আর্মির জওয়ানদের। কয়েক হাজার টন বরফের নিচে অনেকেরই আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। অন্তত 10 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করা গিয়েছে। অন্তত 10 যান নিখোঁজ রয়েছেন, তাঁদের কোনো খোঁজ নেই। উদ্ধারকাজ এখনও চলছে।