আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 25/09/2022 : আজ মহালয়া, পিতৃ পক্ষের অবসান, দেবী পক্ষের শুভ সূচনা।
প্রতি বছরের মত এই বছরেও দেবী পক্ষের দিনটি শুরু হয়েছে রেডিওর মহিষাসুর মর্দ্দিনী দিয়ে। আর তার মধ্যেই কলকাতা তথা জেলাগুলির মানুষ গঙ্গা বা অন্য্ নদীগুলিতে তর্পণের জন্যে ভীড় করেছেন।
এদিন কলকাতায় বাবু ঘাট সহ অন্যান্য গঙ্গার ঘাটগুলিতে ছিল নজর কাড়া ভীড়। অসংখ্য মানুষ গঙ্গাজলে স্নান সেরে পূর্ব পুরুষদের উদ্দেশ্যে তর্পণের কাজ সেরেছেন।
কলকাতায় বাবু ঘাটে এবং প্রিন্সেপ ঘাটে ছিল পুণ্যার্থীদের ভীড় সবচেয়ে বেশি। জন জোয়ার যেন সব ঠেলে ঠুলে গঙ্গা বক্ষে নেমে যেতে চায়। ব্যাপক ভীড় সামাল দিতে পুলিশকে রীতিমত হিমশিম খেতে হয়। তার মধ্যেই গঙ্গার পাশের রাস্তাটি ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয় ট্রাফিক পুলিশ। তাতে হয়রানি আরও বাড়ে। তবু অপ্রীতিকর ঘটনা এড়াতে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করতেই হয়েছে কলকাতা পুলিশকে।