আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 08/09/2022 : আজ রাজধানী নতুন দিল্লীর রাজপথে ইণ্ডিয়া গেট এলাকায় বসানো হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি।
রাজপথের ইণ্ডিয়া গেটে নেতাজি মূর্তি বসানোর কথা আগেই ঘোষনা করা হয়েছিল আজ কেবল তা আনুষ্ঠানিকভাবে বসিয়ে দেওয়া হবে। 28 ফুট উঁচু গ্রানাইট পাথরে তৈরি নেতাজির মূর্তিটির আজ উদ্বোধন করা হবে। স্যালুট ভঙ্গিমায় নেতাজির এই মূর্তিটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দিল্লীর ইন্ডিয়া গেটে এই জায়গায় সপ্তম জর্জের মূর্তি বসানো ছিল, সেই জায়গাতেই নেতাজির মূর্তিটি আজ বসানো হচ্ছে। শুধু তাই নয়, ইণ্ডিয়া গেটের এই অংশের নাম ছিল রাজপথ। সেটা বদলে দিয়ে আজ থেকেই ঐ অংশের নতুন নাম করণ করা হচ্ছে। নতুন নাম হচ্ছে কর্তব্য পথ। আজ থেকেই সাধারন মানুষ নেতাজির ঐ মূর্তি দেখতে পাবেন ইণ্ডিয়া গেট অঞ্চলে।