কয়লা পাচার কান্ডে আইন মন্ত্রীর বাড়িতে সিবিআই তল্লাশি - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কয়লা পাচার কান্ডে আইন মন্ত্রীর বাড়িতে সিবিআই তল্লাশি

Share This

কয়লা পাচার কান্ডে আইন মন্ত্রীর বাড়িতে সিবিআই তল্লাশি


আজ খবর (বাংলা), আসানসোল ও কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৭/০৯/২০২২ :  কয়লা পাচার কাণ্ডের তদন্ত করতে গিয়ে আজ সিবিআই-এর বিশাল একটি দল রাজ্যের আইন মন্ত্রী তথা তৃণমূল নেতা মলয় ঘটকের বাড়িগুলিতে তল্লাশি চালালো।

কয়লা পাচার কাণ্ডের তদন্তে নাম উঠে এসেছে রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকের। কয়লা পাচারের তদন্ত করতে আজ মলয় ঘটকের বাড়িগুলিতে হানা দেয় সিবিআই। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল এবং কলকাতা মিলিয়ে মলয়বাবুর মোট ছয়টি বাড়ি রয়েছে, সিবিআই অফিসারেরা নিজেদের মধ্যে ভাগ হয়ে গিয়ে ওই ছয়টি বাতিতেই আজ জোরদার তল্লাশি অভিযান চালিয়েছে। 

যদিও কোনো বাড়িতেই ছিলেন না মন্ত্রী মলয় ঘটক. আসানসোলের একটি বাড়িতে মলয়বাবুর বাড়ির লোকেরা ছিলেন, সেই বাড়িটিকে কেন্দ্রের বাহিনী ঘিরে রেখেছিল। ওই বাড়িতে সিবিআই-এর মহিলা অফিসারদেরকেও দেখা গিয়েছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, মলয় ঘটকের পরিবারের লোকজনদের মোবাইল ফোনগুলিকে আটক করে নিয়ে গিয়েছে সিবিআই। আজ তল্লাশির পর জিজ্ঞসাবাদের জন্যে মন্ত্রী মলয় ঘটককে সিবিআই ডেকে পাঠায় কিনা সেদিকে আমাদের নজর থাকবে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages