আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 28/09/2022 : ফুটবল প্রেমীদের জন্য সুখবর। এবার ফুটবলার মেহতাব হুসেনের বায়োপিক তৈরি হতে চলেছে।
একটা সময় ফুটবলের ময়দান কাঁপিয়েছেন মেহতাব। ফুটবল স্টেডিয়ামে অসংখ্য স্মরণীয় মুহুর্ত আছে তাঁর। সেইসব চেনা অচেনা মুহুর্তগুলো দিয়েই মালা গাঁথতে চলেছে সিনেমা পাড়া । মেহতাবকে নিয়ে সিনেমা তৈরি হচ্ছে। ইস্টবেঙ্গল ক্লাবে মেহতাব ছবিটির প্রথম টিজার প্রকাশ করা হল। ঐ অনুষ্ঠানে বর্ণময় উপস্থিতি ছিল দেবব্রত সরকার (নিতু), আলভিটো ডি'কুনহা, রহিম নবি, দীপঙ্কর দে, ষষ্ঠী দুলে, অর্নব মন্ডল, অমিত দাস প্রমুখ। মেহতাব নিজে তো ছিলেনই, সেইসঙ্গে ছিলেন মেহতাব ছবির পরিচালক বাপ্পা ও প্রযোজক শুভঙ্কর মিত্র।
Loading...