আজ খবর (বাংলা), বাগুইআটি, কলকাতা, পশ্চিমবঙ্গ, 07/09/2022 : গতকাল বাগুইআটিতে যে দুই তরুণের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, সেই অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রাজনৈতিক পরিবেশ উত্তাল হয়ে উঠেছে।
ঐ ঘটনার জেরে বাগুইআটি থানার অফিসার ইন চার্জকে ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন গোটা ঘটনার তদন্তভার দেওয়া হচ্ছে সিআইডির হাতে। তারা
দ্রুত তদন্ত করে দেখে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যব্স্থা করবে। কেউ রেহাই পাবে না।
আজ এই ব্যাপারে নবান্নে একটি উচ্চ পর্যায়ের মিটিং ডাকা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি ঐ বৈঠকে থাকবেন। বিভিন্ন জেলার পুলিশ অধিকর্তারাও থাকবেন অনলাইন মাধ্যমে। ঐ বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। কাউকেই ছেড়ে কথা বলা হবে না বলে নিজের মনোভাব ব্যক্ত করেছেন মমতা নিজেই।
Loading...