আজ খবর (বাংলা), শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, 26/09/2022 : শেষ পর্যন্ত নতুন একটা রাজনৈতিক দল খুলে ফেললেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ। নতুন এই রাজনৈতিক দলের নাম দেওয়া হয়েছে ডেমোক্রেটিক আজাদ পার্টি।
নতুন দলের উদ্বোধন করে আজ গুলাম নবি আজাদ একটি সাংবাদিক বৈঠক করেন। সেই বৈঠকে তিনি তাঁর নতুন রাজনৈতিক দলের নাম ও দলীয় পতাকা প্রকাশ্যে নিয়ে আসেন। তাঁর দলীয় পতাকায় রয়েছে মাসটার্ড, নীল ও সাদা রঙ। গুলাম বলেন তাঁর দলের কর্মীরা দলের নামকরণ করেছেন, পতাকার রূপদান করেছেন। কিছুক্ষণ আগে দলীয় কর্মীদের সাথে চুড়ান্ত বৈঠক সেরেই তিনি সাংবাদিক বৈঠকে এসেছেন।
গুলাম নবি আজাদ দীর্ঘদিন কংগ্রেস নেতা ছিলেন। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতাও অনেক। এখন সেই সব কিছুকে নিয়েই উজার করে দিতে চাইছেন তাঁর নতুন দলকে।
গুলাম বলেন, "আমরা অখন্ডিত কাশ্মীর চাইছি। আমাদের দল সেকুলার হয়ে গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে। কাশ্মীর উপত্যাকায় তরুণদের চাকরি নেই। অবিলম্বে নতুন প্রজন্মকে স্বাবলম্বী হতে দিতে হবে।"