![]() |
সুবীরেশ ভট্টাচার্য |
আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৯/০৯/২০২২ : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেপ্তার করল সিবিআই।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, কল্যাণময়, অশোক সাহা ও শান্তিপ্রসাদের পর এবার গ্রেপ্তার করা হল এসএসসি প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে। সিবিআইয়ের দাবী সুবীরেশ এর কাছে সবরকম তথ্য রয়েছে। তিনি সব কিছুই জানেন অথচ জিজ্ঞাসাবাদের সময় তিনি তথ্য গোপন করছিলেন। এবার এই মামলায় ধৃত অন্যান্যদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্যেই সম্ভবত সুবীরেশকে গ্রেপ্তার করল সিবিআই। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তারের সংখ্যা হল ৬;
এদিকে আজ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি ও তাঁর বান্ধবী অর্পিতার বিরুদ্ধে প্রথম চার্জশিট পেশ করতে চলেছে ইডি। আজ ইডির তরফে দুটি ট্রাঙ্ক ভর্তি করে চার্জশিটের কপি নিয়ে ব্যাঙ্কশাল আদালতে এসে পৌঁছান ইডির আধিকারিকরা। ইডির তরফ থেকে জানানো হয়েছে পার্থ চ্যাটার্জি ও অর্পিতার যৌথ হেফাজত থেকে এখনও পর্যন্ত মোট ১০৩ কোটি ১০ লাখ টাকার (স্থাবর ও অস্থাবর) সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে নগদ টাকার অংশ রয়েছে অনেকটাই, রয়েছে সোনাও। তদন্ত এখনও চলছে কিন্তু আইন অনুযায়ী যেহেতু গ্রেপ্তারির ৬০ দিনের মধ্যেই চার্জশিট জমা দিতেই হয়, তাই আজ প্রথম দফার চার্জশিট জমা দেওয়া হল আদালতে।