"আমি মরে যাব" : পার্থ চ্যাটার্জি - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


"আমি মরে যাব" : পার্থ চ্যাটার্জি

Share This
"আমি মরে যাব" : পার্থ চ্যাটার্জি


আজ খবর (বাংলা))  কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৬/০৯/২০২ : পার্থ চ্যাটার্জিকে আজ আলিপুর আদালতে পেশ করা হল, যেখানে ইডির পর এবার নিজেদের হেফাজতে চাইল সিবিআই। পার্থ চ্যাটার্জিকে নিজেদের হেফাজতে পেয়ে এসএসসিতে অবৈধভাবে নিয়োগের তদন্ত শুরু করবে সিবিআই।

আজ পার্থ চ্যাটার্জিকে আলিপুর আদালতে দেখে মনে হল তিনি কার্যত ভেঙে পড়েছেন। এজলাসের মধ্যেই তিনি বিচারপতির কাছে জামিন চেয়ে নেন। তিনি বলেন, তিনি অবৈধ নিয়োগের সাথে যুক্ত নন. তিনি এসব বিষয়ে বিস্তারিত জানেন না. তাঁর বিরুদ্ধে ষরযন্ত্র করা হয়েছে। তাঁকে শান্তি দেওয়া হোক, না হলে তিনি মরে যাবেন। যদিও এরপর পার্থবাবুর জামিন খারিজ করে তাঁকে সিবিআই হেফাজতেই পাঠানো হয়েছে। 

 

                                     "আমি মরে যাব" - পার্থ চ্যাটার্জি 

এদিন পার্থ চ্যাটার্জির আইনজীবীরা বলেন পার্থবাবুর ৭০ বছর বয়স হয়েছে। তিনি কোনোভাবেই তথ্য প্রমান লোপাট করার কাজ করবেন না. পার্থবাবুও বলেন তাঁর শরীরের অবস্থা বেশ খারাপ। যার স্বপক্ষে ডাক্তারদের কিছু প্রেসক্রিপসন পেশ করাও হয়. যদিও এরপর বিচারপতি পার্থ চ্যাটার্জিকে সিবিআই হেফাজতেই পাঠিয়ে দেন. ইডির পর এবার তদন্তের ব্যাপারে পার্থ চ্যাটার্জির সামনে সিবিআই-এর নতুন অধ্যায় শুরু হতে চলেছে। 

এদিকে গতকালই এসএসসি প্রাক্তন অধিকর্তা কল্যাণময় গাঙ্গুলিকে গ্রেপ্তার করা হয়েছিল। আজ কল্যাণময় গাঙ্গুলি এবং পার্থ চ্যাটার্জিকে এজলাসে পাশাপাশি বসে থাকতে দেখা গেলেও তাঁর মধ্যে খুব বেশি বাক্যালাপ হয় নি. এর পর এই ড্যানকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages