বিজেপির নবান্ন ঘেরাও অভিযান : আটক রাহুল, শুভেন্দু, লকেট - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বিজেপির নবান্ন ঘেরাও অভিযান : আটক রাহুল, শুভেন্দু, লকেট

Share This

বিজেপির নবান্ন ঘেরাও অভিযান : আটক রাহুল, শুভেন্দু, লকেট


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 13/09/2022 : নিম্নচাপের দাপটে বৃষ্টি স্নাত কলকাতায় আজ বিজেপির নবান্ন ঘেরাও অভিযান। 

আজ বিজেপি নবান্ন ঘেরাও অভিযান করবে। অভিযোগ অনেক, পূর্ব ঘোষিত রাজনৈতিক কর্মসূচী। কিন্তু পদ্ম শিবিরের এই অভিযানকে খুব একটা খাত চোখে দেখছে না রাজ্য সরকার। কলকাতার যে অঞ্চলগুলি দিয়ে মিছিল যাবে সেই অঞ্চলগুলিতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। পরের পর ব্যারিকেড দেওয়া হয়েছে। রয়েছে লাঠিচার্জ এবং জল কামানের ব্যবস্থাও। জল কামান হিসেবে বজ্র ব্যবহার করা হতে পারে। আজ মহানগর অশান্তির আঁচ পোহাচ্ছে সেটা বলাই যায় ।

বিজেপির তরফ থেকে নবান্ন ঘেরাও অভিযানকে নিয়ে যেন রণ হুঙ্কার ছাড়া হয়েছে। তাদের অভিযোগ এই অভিযানে যোগ দিতে আসা বিজেপি সমর্থকদী গতকালই রাজ্যের বিভিন্ন রেল স্টেশনে, বাস স্ট্যান্ডে গিয়ে রীতিমত ধরপাকড় করা হয়েছে। অকারণে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এইসব আটক করা লোকেদের নাকি মিথ্যা কেসও দেওয়া হতে পারে।

পাত্রসায়র থানায় বিধায়ক দিবাকর ঘরামি

এদিকে নবান্ন অভিযানে অংশ নিতে কলকাতায় যাওয়ার পথে রসুলপুর মোড়ে বেশ কয়েকজন পথ আটকান। এই কারনে সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি গতকাল রাতেই পাত্রসায়র থানায় ধর্নায় বসেন। আজ সকাল থেকে বিজেপি নেতাদেরকেও আটক করা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে এখনও পর্যন্ত আটক করা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি এবং বিজেপি নেতা রাহুল সিনহাকে। এই মুহুর্তে বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে কলকাতার রাজপথে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে ।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages