ইডির অফিসে মাঝরাতে মানেকা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ইডির অফিসে মাঝরাতে মানেকা

Share This

ইডির অফিসে মাঝরাতে মানেকা


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 12/09/2022 : আইনজীবিকে সঙ্গে নিয়ে ইডির সিজিও কমপ্লেক্সের অফিস থেকে মাঝ রাতেই ঘুরে এলেন অভিষেক ব্যানার্জির শ্যালিকা মানেকা গম্ভীর। 

দিন দুয়েক আগে ব্যাঙ্কক যেতে দেওয়া হয় নি মানেকা গম্ভীরকে। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ আছে জানিয়ে কলকাতা বিমান বন্দরেই আটকে দেওয়া হয় মানেকাকে। এরপরেই ধরানো হয়েছিল হাজিরার চিঠি। কিন্তু সেই চিঠিতে হাজিরার সময় হিসেবে লেখা ছিল 12:30 এএম। 

এরপর নিজের আইনজীবীকে নিয়ে মাঝরাত 12 টা 30 নাগাদ সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে পৌঁছান তিনি। কিন্তু ঐ সময়ে ইডি অফিসে কেউ ছিলেন না। সিজিও কমপ্লেক্সের মেন গেটে নিরাপত্তা কর্মী তাঁদের মেন গেট খুলে দিলে তাঁরা ইডির অফিসের সামনে পৌঁছে যান। 

ইডির অফিসে 5 মিনিট সমেত সিজিও দপ্তরে 20 মিনিট অপেক্ষা করার পর বাড়ি ফিরে যান মানেকারা। ইডির দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ মানেকাকে নতুন একটা হাজিরা নোটিশ পাঠানো হয়েছে যাতে এএমকে পিএম হিসেবে লেখা হয়েছে। ইডি দপ্তর মারফত জানা গিয়েছে গত চিঠিতে যে ভুল হয়েছিল তা মুদ্রণ ত্রুটি ছাড়া আর কিছু নয়। মানেকা ইডি দপ্তরে এসে যে কোনো আধিকারিককে ফোন করতে পারতেন, মেইল করতে পারতেন, কিন্তু তিনি সেসব কিছুই করেন নি।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages