আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 08/09/2022 : পঞ্চায়েত ভোটের আগে কি বার্তা দেন নেত্রী সে দিকে তাকিয়ে ছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা।
আজ মমতা ব্যানার্জি কর্মীদের চাঙ্গা করে গেলেন, আগামী দিনে পঞ্চায়েত ভোট, তারপরেই রয়েছে লোকসভা ভোট। সেই নির্বাচনগুলিতে তৃণমূল কংগ্রেস কি ভাবে এগোবে সেই লাইন ঠিক করে দিলেন তিনি। এজেন্সি সর্বস্ব বিজেপির বিরুদ্ধে সর্বস্তরে লড়াইয়ের ডাক দিয়েছেন মমতা ব্যানার্জি।
মমতা আজ বলেন "মিথ্যে বলতে বলতে ওরা দেশ বেচে দিচ্ছে। রেল, বিমান, ব্যাঙ্ক সব বেচে দেবে। আমি বিশ্বাস করি তৃণমূলের 99.9% কর্মী সৎ এবং তারা মানুষ ও সমাজের জন্যে কাজ করে। তাদের মধ্যে 1 বা 2 জন অসৎ থেকে থাকতে পারে। দল তাদের বিরুদ্ধে ব্যব্স্থা নেয়। "
আজ অনুব্রত মন্ডলকে বীরের সন্মান দেন নেত্রী। তিনি বলেন "প্রত্যেক নির্বাচনে কেষ্টকে আটকে দেওয়া হয়। বগটুই করেও ওকে আটকানো যায় নি। ও বেচারি অসুস্থ। ওকে বীরের সন্মান দিয়ে ফিরিয়ে আনতে হবে। যতদিন না কেষ্ট ফিরবে ততদিন 3 গুণ লড়াই চালিয়ে যেতে হবে, মনে রাখবেন বীরভূম লাল মাটির দেশ। আর লাল মাটি হারতে শেখে নি।"
মমতা বলেন, "তৃণমূলের মধ্যে বিরোধ বাঁধানোর চেষ্টা চলছে। এমনকি আমার আর অভিষেকের মধ্যেও বিরোধ তৈরি করার চেষ্টা চলছে। কিন্তু এভাবে তৃণমূলের মাথা নত করা যাবে না। বিহারের মত বাংলাতেও ফের খেলা হবে।"
অভিষেক ব্যানার্জি বলেন, "তৃণমূল দলে কোনো ভাগাভাগি নেই। এই দলে একটাই লবি। আর সেটা হল মমতা ব্যানার্জি লবি। অন্য কোনো লবি নেই।"