আজ খবর (বাংলা), নাগপুর, মহারাষ্ট্র, 23 /09/2022 : মোহালিতে হারের সুমধুর বদলা নিয়ে টি20 সিরিজে ঘুরে দাঁড়ালো ভারতীয় ক্রিকেট দল।
আজ টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিং করতে পাঠায় ভারত। ম্যাথ্যু ওয়েড এর 20 বলে দুরন্ত 43 রান, আরন ফিঞ্চের 15 বলে 31 রান এবং স্টিভ স্মিথের 5 বলে 8 রানের ওপর ভরসা করে অস্ট্রেলিয়া 5 উইকেট হারিয়ে 90 রান তোলে। টি 20 ম্যাচে ব্যাট করার জন্যে 8 ওভার নির্ধারিত ছিল।
8 ওভারে 91 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ভারত ব্যাট হাতে লড়াই করতে নামে। রোহিত শর্মা 20 বলে 46 (*), বিরাট কোহলি 6 বলে 11 এবং দিনেশ কার্তিক 2 বলে 10 রান (*) তোলেন। পিটিয়ে খেলে স্কোরবোর্ড সচল রেখেছিলেন হার্দিক পান্ড্যিয়াও। শেষমেশ 4 বল বাকি থাকতেই 6 উইকেটে জিতে যায় ভারত।
সিরিজ এখন 1-1 হয়ে রইল।