আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 24/09/2022 : নবান্নের সাথে ইতিবাচক বৈঠকের পর প্রায় 100 ঘন্টা পার করে কুর্মিদের অবরোধ উঠে গেল।
গত 5 দিন ধরে পুরুলিয়া, আসানসোল অঞ্চলে রেল ও পথ অবরোধ করেছিলেন কুর্মি সমাজের মানুষ। মূলত সিডিউল ট্রাইব হিসেবে সরকারী স্বীকৃতি, কুর্মি ভাষার স্বীকৃতি ইত্যাদি বিভিন্ন দাবীতে কুর্মি সমাজের মানুষ গত 5 দিন ধরে রেল ও পথ অবরোধ করেছিলেন, যার ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারন মানুষকে।
![]() |
অজিতকুমার মাহাতো, কুর্মি নেতা |
আজ নবান্নে জেলা শাসকদের সাথে ভার্চুয়াল বৈঠকের পর কুর্মিরা অবরোধ তুলে নেন। কুর্মি নেতা অজিত কুমার মাহাতো আন্দোলন প্রত্যাহারের কথা ঘোষনা করেন। যদিও কুস্তাউর এবং ক্ষেমাশুলিতে এখনও চলছে রেল অবরোধ।
Loading...