100 ঘন্টা পর উঠল কুর্মিদের রেল অবরোধ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


100 ঘন্টা পর উঠল কুর্মিদের রেল অবরোধ

Share This

100 ঘন্টা পর উঠল কুর্মিদের রেল অবরোধ


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 24/09/2022 : নবান্নের সাথে ইতিবাচক বৈঠকের পর প্রায় 100 ঘন্টা পার করে কুর্মিদের অবরোধ উঠে গেল।

গত 5 দিন ধরে পুরুলিয়া, আসানসোল অঞ্চলে রেল ও পথ অবরোধ করেছিলেন কুর্মি সমাজের মানুষ। মূলত সিডিউল ট্রাইব হিসেবে সরকারী স্বীকৃতি, কুর্মি ভাষার স্বীকৃতি ইত্যাদি বিভিন্ন দাবীতে কুর্মি সমাজের মানুষ গত 5 দিন ধরে রেল ও পথ অবরোধ করেছিলেন, যার ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারন মানুষকে।

অজিতকুমার মাহাতো, কুর্মি নেতা

আজ নবান্নে জেলা শাসকদের সাথে ভার্চুয়াল বৈঠকের পর কুর্মিরা অবরোধ তুলে নেন। কুর্মি নেতা অজিত কুমার মাহাতো আন্দোলন প্রত্যাহারের কথা ঘোষনা করেন। যদিও কুস্তাউর এবং ক্ষেমাশুলিতে এখনও চলছে রেল অবরোধ।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages