সন্ধ্যে নামতেই গ্রামের পথে পাইথনের মুখোমুখি - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


সন্ধ্যে নামতেই গ্রামের পথে পাইথনের মুখোমুখি

Share This

সন্ধ্যে নামতেই গ্রামের পথে পাইথনের মুখোমুখি


আজ খবর (বাংলা), হাবরা, 24 পরগনা (উ:), পশ্চিমবঙ্গ, 23/08/2022 : অন্ধকারে গ্রামের পথেই হঠাৎ পাইথনের মুখোমখি। চীৎকারে জড়ো হল গোটা  গ্রাম।

বাঁশ বাগানের ভেতরদিয়ে তিন বন্ধু  যাওয়ার সময়ই চোখ পড়ে চকরা-বকরা কিছু রয়েছে।  যা দেখে মুহূর্তেই দাঁড়িয়ে যায় স্থানীয় তিন বন্ধুরা। কাছে  যেতেই চক্ষু চড়ক গাছ। গায়ে চকরাবকরা আকৃতির সেই সাপ দেখে রীতিমত চিৎকার করে ওঠেন স্থানীয় ওই যুবকেরা। চিৎকার শুনে তড়িঘড়ি ছুটে আসেন আশপাশে এলাকার বাসিন্দারা। 


সন্ধ্যে নামায়, অন্ধকারের মধ্যে লাইট জ্বালিয়ে প্রায় ১৫ ফুটের ওই পাইথন সাপটিকে ধরা হয়। এরপরই পাইথন সাপ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই  চাঞ্চল্য ছড়ায় উত্তর 24 পরগনা জেলার হাবরা থানার পৃথিবা গ্রাম পঞ্চায়েতের নারায়ণকাটি এলাকায়। দৈত্যাকারী সাপ দেখতে ভিড় জমান আশপাশে এলাকার মানুষজন। রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় গোটা এলাকায়। এমনকি দড়ি দিয়ে ঘিরে দিতেও দেখা যায় ওই এলাকা। 

ভিড় সামলাতে রীতিমতো ছুটে আসতে হয় হাবরা থানার পুলিশকে। খবর দেওয়া হয় বনদপ্তরেও। যদিও এলাকায় উত্তেজনায় এড়াতে পুলিশের পক্ষ থেকে সাপটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে বনদপ্তর এর হাতে পাইথন সাপটিকে তুলে দেওয়া হয়।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages