কৃতীদের সংবর্ধনা বেলুড়ে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কৃতীদের সংবর্ধনা বেলুড়ে

Share This

কৃতীদের সংবর্ধনা বেলুড়ে


আজ খবর (বাংলা), বেলুড়, হাওড়া, পশ্চিমবঙ্গ, 26/08/2022 : বেলুড় ভরসা ওয়েলফেয়ার  সোসাইটির  উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের  সংবর্দ্ধনা ও বস্ত্র বিতরণ করা হল।

বেলুড় ভরসা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগের ২৬ আগষ্ট ,শুক্রবার সন্ধ্যায় কৌশিকী আমাবস্যা উপলক্ষে সোসাইটির  নিজস্ব  প্রাঙ্গনে রক্ষাকালী মায়ের  পুজো অনুষ্ঠিত হলো,সাথে এলাকার  দুঃস্থ মানুষদের  বস্ত্র বিতরণ ও  এছরের কৃতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের  বিশেষ  সংবর্দ্ধনা  প্রদান অনুষ্ঠিত হল। 

বেলুড় ভরসা ওয়েলফেয়ার সোসাইটির  সাধারণ সম্পাদক  তথা হাওড়া পৌরনিগমের প্রাক্তন  পৌরপিতা পল্টু বনিক  জানান  প্রতিবারই  তারা এই রক্ষাকালী পূজা ছাড়াও সারাবছরই নানা সমাজসেবা মূলক কাজ করে থাকেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  রামকৃষ্ণ মঠ ও মিশনের  প্রশান্তআত্মানন্দজী মহারাজ, বিধায়ক ডা: রানা চ্যাটার্জী, হাওড়া পৌরনিগমের প্রাক্তন পৌরপিতা পল্টু বনিক, প্রবীর  রায় চৌধুরী, হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ  সৃষ্টিধর  ঘোষ,সর্দার  কিরণ হাসান  সহ অন্যান্য বিশিষ্ট  জনেরা। মহারাজ  কৌশিকী আমাবশ্যার  মায়ের  এই পূজার  বিশেষ  তাৎপর্য ব্যাখ্যা  করেন। বিধায়ক  ডা:  রানা চ্যাটার্জী ও সোসাইটির  এই সমাজসেবা মূলক কাজকর্মের  ভূয়সী প্রশংসা করেন।

রিপোর্ট : কৌশিক ঘোষ, হাওড়া

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages