আজ খবর, নতুন দিল্লী, ভারত, 13/08/2022 : ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড, গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন এবং ভালসাদ ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসার্স ইউনিয়ন লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগে কেন্দ্রীয় মৎস্য ও পশুপালন এবং দুগ্ধশিল্প মন্ত্রকের পশুপালন ও দুগ্ধশিল্প দপ্তর আজ ১২ আগস্ট গুজরাটের নভসারীর ডান্ডিতে জাতীয় লবণ সত্যাগ্রহ স্মারকে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি উদযাপন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী শ্রী পরষোত্তম রূপালা। তিনি জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী বিপ্লবী এবং শহীদ পরিবাগুলির সদস্যদের সম্বর্ধিত করেন। মন্ত্রী ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি সফল করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
কেন্দ্রীয় সরকার ১১-১৫ আগস্ট দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি উদযাপন করছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের ৪০০টি বিখ্যাত স্থানে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপনের অঙ্গ হিসেবে এই কর্মসূচি পালন করা হচ্ছে।