আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 05/08/2022 : সদ্য পাওয়া নিজের মন্ত্রীত্ব নিয়ে বেশ সিরিয়াস তৃণমূল নেতা শোভনদেব চ্যাটার্জি।
কৃষিমন্ত্রীত্বের পাশাপাশি এবার পরিশোধীয় মন্ত্রীত্বের দায়িত্ব চেপেছে শোভন দেব চট্টোপাধ্যায় এর কাঁধে। পরিষদীয় মন্ত্রীর মত গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে এসে এদিন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন শোভন দেব চট্টোপাধ্যায়।
দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী যখনই যে দায়িত্বে তাঁকে নিয়ে গিয়েছেন সেই দায়িত্বই তিনি পালন করেছেন নিষ্ঠার সাথে। আগামী দিনে রাজ্য বিধানসভা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে দলীয় মন্ত্রী ও বিধায়কদের কি ভূমিকা হবে এবং কিভাবে তারা তাদের ভূমিকা পালন করবেন, সেই বিষয় নিয়েই দীর্ঘক্ষন আলোচনা করেন তিনি।