আজ খবর (বাংলা), নতুন দিল্লী, 06/08/2022 : রাষ্ট্রপতি নির্বাচন হয়ে গিয়েছে, এবার উপ রাষ্ট্রপতি পদে নির্বাচন নিয়ে টানটান উত্তেজনা চলছে রাজধানী নতুন দিল্লীতে।
দেশের উপ রাষ্ট্রপতি পদে শাসক দলের প্রার্থী জগদীপ ধনখর, বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা। এঁদের মধ্যে জগদীপ ধনখর কিছুদিন আগেও ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে। উপ রাষ্ট্রপতি পদের নিরিখে ভোট যুদ্ধে তিনিই এগিয়ে আছেন বলে বলা হচ্ছে।
আজ সকাল থেকেই ভোট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই নরেন্দ্র মোদী সহ অনেকেই ভোট দিয়ে গিয়েছেন। পশ্চিম বঙ্গের বিজেপি সাংসদেরাও ভোট দিয়েছেন।
দলের নির্দেশে উপ রাষ্ট্রপতি পদে ভোট দানে বিরত থাকছেন তৃণমূল সাংসদেরা। অধিকারী পরিবারের দুই সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকেও ভোট দানে বিরত থাকতে বলা হয়েছে। তাঁরা এখনও দিল্লীতেই পৌঁছান নি।
এই কারনেই উপ রাষ্ট্রপতি পদের নির্বাচনকে ঘিরে চাপা উত্তেজনা তৈরি হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য মমতা ব্যানার্জি আজ দিল্লীতেই আছেন। প্রধানমন্ত্রীর সাথে আজ তাঁর সাক্ষাত হওয়ার কথাও আছে। উপ রাষ্ট্রপতি পদে নির্বাচনের ফল গণনা হবে আজকেই, তাই সন্ধ্যে নাগাদ জেনে যাওয়া যাবে দেশের নতুন উপ রাষ্ট্রপতি কে হতে চলেছেন !