চাকরি ছেড়ে রাজনীতিতে এসে ভুল করেছিলাম : পার্থ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


চাকরি ছেড়ে রাজনীতিতে এসে ভুল করেছিলাম : পার্থ

Share This

চাকরি ছেড়ে রাজনীতিতে এসে ভুল করেছিলাম : পার্থ


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 06/08/2022 : এই প্রথম রাজনীতিতে আসা নিয়ে আক্ষেপের সুর শোনা গেল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব পার্থ চ্যাটার্জির গলায়। 

এসএসএসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করেছে ইডি। গতকালই তাঁকে প্রেসিডেন্সী জেলের পৌনে 22 /2 নম্বর সেলে নিয়ে যাওয়া হয়েছে। আদালত আপাতত তাঁকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। 

জেলে বাড়তি কোন রকম সুবিধা পার্থ চ্যাটার্জিকে দেওয়া হচ্ছে না। এসির বদলে তিনি পেয়েছেন পাখা। এছাড়া দেওয়া হয়েছে চারটি কম্বল, পাজামা-কুর্তা, বিছানার চাদর ইত্যাদি। আলাদা কাপ ডিশের কথা বললেও তা দেওয়া হয় নি তাঁকে। মিনারাল ওয়াটার দেওয়া হয়েছে। সকালে মাখন পাউরুটি টোস্ট দেওয়া হয়েছে। আজ পার্থবাবুর পরিবারের লোকজন তাঁর সাথে সাক্ষাত করতে পারবেন। 

কয়েকটি বই সঙ্গে রেখেছেন পার্থ চ্যাটার্জি। তবে সেগুলি পড়েন নি। সেলের মধ্যে মোটামুটি চুপচাপই থেকেছেন তিনি। তবে তাঁর নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কেননা ঐ একই সেলে রয়েছেন সারদা কর্তা সুদীপ্ত সেন, দেবযানী ও আইএস জঙ্গী মুসা। এই প্রথম পার্থ চ্যাটার্জিকে রাজনীতিতে আসা নিয়ে আক্ষেপ করতেও শোনা গিয়েছে। তিনি বলেছেন, "কর্পোরেট চাকরিটা  ছেড়ে রাজনীতিতে না আসলে আজ এই দিনটা আমাকে দেখতে হত না।"

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages