আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 05/08/2022 : ফের একবার নতুন মন্ত্রীসভা গঠন করে নিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রত্যাশা মতই বেশ কিছু মন্ত্রক নিজের কাছেই রাখলেন নেত্রী মমতা ব্যানার্জি।
মমতা ব্যানার্জি - মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র, পাহাড় উন্নয়ন, স্বাস্থ্য, শাসন ব্যাবস্থা, পরিবার কল্যান ও পরিকল্পনা, তথ্য ও সম্প্রচার।
মানস ভূঁইয়া - জল সম্পদ, পরিবেশ।
মলয় ঘটক - আইন, শ্রম।
অরূপ বিশ্বাস - যুব শক্তি, ক্রীড়া, আবাসন।
উজ্জ্বল বিশ্বাস - বিজ্ঞান ও প্রযুক্তি।
ফিরহাদ হাকিম - পুর ও নগর উন্নয়ন।
শোভনদেব চ্যাটার্জি - কৃষি, সংসদ বিষয়ক।
পুলক রায় - যান স্বাস্থ্য ইঞ্জিনিয়ারিং।
ড: শশী পাঁজা - মহিলা ও শিশু উন্নয়ন।
বিপ্লব মিত্র - ক্রেতা সুরক্ষা
বেচারাম মান্না - কৃষি পণ্য বিপনন।
অখিল গিরি - সংশোধনাগার।
ইন্দ্রনীল সেন - প্রযুক্তি শিক্ষা।
শ্রীকান্ত মাহাতো - ক্রেতা সুরক্ষা।
বীরবাহ হাঁসদা - স্বনিযুক্তি প্রকল্প, বন ।
বাবুল সুপ্রীয় - তথ্য ও সম্প্রচার, পর্যটন।
স্নেহাশীষ চক্রবর্তী - পরিবহন।
উদয়ন গুহ - উত্তরবঙ্গ উন্নয়ন।
প্রদীপ মজুমদার - পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন।
বিপ্লব রায়চৌধুরী - মৎস্য।
তাজ্মুল হোসেন - ব্স্ত্র (ছোট, মাঝারি ও ক্ষুদ্র)।
সত্যজিত বর্মন - শিক্ষা।
নতুন মন্ত্রী পরিষদের তালিকায় সম্মতি জানিয়েছেন রাজ্যপাল। এই বিষয়ে নবান্ন থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে।