এবার তলব অভিষেককে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


এবার তলব অভিষেককে

Share This

এবার তলব অভিষেককে


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 29/08/2022 : গরু পাচার কাণ্ডের তদন্ত করতে ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি।

গরু পাচার কাণ্ডের তদন্ত করতে ইতিমধ্যেই অভিষেক পত্নী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গরু পাচার কাণ্ডের তদন্ত করতেই গ্রেপ্তার করা হয়েছে বীরভূম তৃণমূল কংগ্রেসের দোর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রত মন্ডলকে। গ্রেপ্তার করা হয়েছে আরও কিছু প্রথম সারির নেতাদেরকেও। ওপর তলার বেশ কিছু নেতা গ্রেপ্তারির আশঙ্কায় দিন গুনছেন। এমনকি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চ্যাটার্জিও এখন রয়েছেন জেলে। 

সব মিলিয়ে তৃণমূলের অভ্যন্তরে আতঙ্ক আরও দানা বাঁধছে। এই রকম একটা সময় মমতা গতকাল তৃণমূলের প্রথম সারির বেশ্হ কয়েকজন নেতার নাম বলেছেন প্রকাশ্য সমাবেশে। সেই তালিকায় ছিল ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্যের নামও। ফিরহাদ হাকিমকে ইতিমধ্যেই তলব করা হয়েছে। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হল। গরু পাচার কাণ্ডের অঙ্গ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্যে আগামী শুক্রবার কলকাতায় তলব করা হয়েছে অভিষেককে। এই কারনে দিল্লী থেকে বেশ কয়েকজন আধিকারিক আগেই উড়ে আসবেন কলকাতায়।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages