আজ খবর (বাংলা), হুগলী, পশ্চিমবঙ্গ, 25/08/2022 : ছাত্রীদের শ্লীলতাহানি অভিযোগ স্কুলের শিক্ষকের বিরুদ্ধে।ঘটনাটি জিরাট আশুতোষ নগর এক নম্বর প্রাথমিক বিদ্যালয়ের।
দীর্ঘদিন ধরে শিক্ষক অরুণ কুমার দত্ত ছাত্রীদের শীলতাহানি করত।একাধিক ছাত্রীর গায়ে হাত দিত। এই কথা যাতে ছাত্রীরা কাউকে না বলে তার জন্য ভয় দেখানো হত। প্রথমদিকে যদিও কেউ ভয়ে বাড়িতে না বললেও। ঘটনার কথা অভিভাবকদের কাছে জানাজানি হতেই বিক্ষোভ শুরু হয় স্কুলে। বুধবার স্কুলে এসে অভিভাবকরা চড়াও হয়।অভিভাবকদের দাবি এই শিক্ষককে অবিলম্বে শাস্তি দিতে হবে।
সমাজ গঠনের কারিগররাই যখন এই ধরনের ঘটনা ঘটাচ্ছে।তাহলে কি ভরসায় স্কুলে পাঠাবেন ছাত্রীদের।সকাল থেকেই স্কুলের সামনে বিক্ষোভ শুরু হয় অভিভাবক দের।পরে বলাগর থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। ঐ শিক্ষককে পুলিশ আটকও করেছে।এই ঘটনা স্কুলের মিডে ডে মিলের কর্মীরাও হতবাক।তাদের বক্তব্য এই স্কুলে দীর্ঘদিন ধরে কাজ করেন।ঐ শিক্ষক ও কাজ করেন। কিন্তু এর আগে কোন দিন এরকম অভিযোগ হয়নি।