![]() |
সুবল ভৌমিক |
আজ খবর (বাংলা), আগরতলা, ত্রিপুরা, 24/08/2022 : ত্রিপুরার রাজনীতিতে বিগত কিছুদিন ধরেই তৃণমূলের রাজ্য সভাপতি সুবল ভৌমিককে নিয়ে নানান জল্পনার কথা প্রকাশ পেয়েছে। বলা হয়েছে সুবল ভৌমিক তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিতে চলেছেন।
তৃণমূলের বেশ কয়েকটি অনুষ্ঠানে দেখতে পাওয়া যাচ্ছে না সুবল ভৌমিককে। স্থানীয় সংবাদ মাধ্যমেও এই নিয়ে খবর করা চলছে। তবে সুবল বাবুর এই ধরনের ব্যবহার খুব একটা ভাল চোখে নেয় নি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এর পিছনে বিজেপি যোগ ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।
আজ বুধবার, ত্রিপুরা প্রদেশ তৃণমূলের পক্ষ থেকে রীতিমত বিজ্ঞপ্তি জারি করে সুবল ভৌমিককে রাজ্য সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হল। যতদিন না নতুন রাজ্য সভাপতি এসে দায়িত্ব গ্রহণ করছেন, ততদিন সেই দায়িত্ব সামলাবেন রাজীব ব্যানার্জি ও সুস্মিতা দেব।
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে সুবল ভৌমিককে ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি করা হয়েছিল। আগামী বছরেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। সুবলবাবু রাজ্য সভাপতি পদে যোগ দিতেই তাঁকে নিয়ে অশান্তির মেঘ দেখা গিয়েছিল ত্রিপুরা তৃণমূলের অন্দরে। 2021 সালে ত্রিপুরায় পুর ভোটে লড়েছিল তৃণমূল কংগ্রেস। দেখা যায় বাম ও কংগ্রেসকে টপকে তৃণমূল দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে। এরপর থেকেই স্বজন পোষণের অভিযোগ উঠতে থাকে সুবল ভৌমিকের বিরুদ্ধে। সুবলবাবুর বিরুদ্ধে একাধিক নালিশ জমা পড়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে। বলা হচ্ছিল, তাঁর জন্যেই দলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ তৈরি হচ্ছিল। তাই এবার সুবল ভৌমিককে সরিয়েই দিল ত্রিপুরা তৃণমূল কংগ্রেস।