আসানসোলের সিবিআই আদালতে পেশ অনুব্রতকে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আসানসোলের সিবিআই আদালতে পেশ অনুব্রতকে

Share This

আসানসোলের সিবিআই আদালতে পেশ অনুব্রতকে


আজ খবর (বাংলা), আসানসোল, পশ্চিমবঙ্গ, 20/08/2022 : বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডলকে আজ আসানসোলের সিবিআই আদালতে পেশ করা হল।

গ্রেপ্তার হওয়ার পর থেকে তদন্তকারী অফিসারদের সাথে 100 শতাংশ সহযোগীতা করছেন বলে আজ দাবী করেছেন অনুব্রত নিজে। যদিও সিবিআই সূত্রে জেরা পর্বে অনুব্রতর অসহযোগিতার কথাই শোনা যাচ্ছে। 


গতকাল বোলপুরের কাছে ভোলে ব্যোম রাইস মিলে হানা দিয়ে বেশ কিছু বিলাসবহুল গাড়ির হদিশ পেয়েছেন সিবিআই অফিসারেরা। শোনা যাচ্ছে বিভিন্ন লোকের থেকে বলপূর্বক এই গাড়িগুলি আনা হয়েছিল, যেগুলি ব্যবহার করতেন অনুব্রত মন্ডল। সূত্র মারফত জানা গিয়েছে মোট 45 বিঘা জমির ওপর ঐ রাইস মিলের মালিক অনুব্রত, এবং ডিরেক্টর মেয়ে সুকন্যা। অনুব্রতর দাবী এই রাইস মিল তাঁকে তাঁর শ্বশুর মশাই দিয়েছিলেন।

সিবিআই এর পরবর্তী নজর আর একটি রাইস মিলের দিকে। বোলপুরের 5 নম্বর ওয়ার্ডে সেই রাইস মিলের নাম শিব শম্ভু রাইস মিল। এই রাইস মিলের মালিকানা অনুব্রতর হয়ে থাকতে পারে বলে জানা যাচ্ছে। এরকমই বীরভূমের বিভিন্ন জায়গায় রাইস মিলগুলির সাথে অনুব্রত মণ্ডলের নাম জুড়ে থাকতে পারে। সিবিআই সেসব খতিয়ে দেখতে তৎপর হয়েছে।

এদিকে দশ দিনের সিবিআই হেফাজত কাটিয়ে আজ অনুব্রত মন্ডলকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়েছে যেখানে তাঁর আইনজীবীরা অনুব্রতর জামিন পাওয়ার জন্যে লড়াই করছেন। উল্টো দিকে সিবিআই ফের একবার তাদের হেফাজতে পেতে চাইছে অনুব্রত মন্ডলকে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages