আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 18/08/2022 : নিম্নচাপের জেরে আজ কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে।
আবহাওয়া দপ্তরের আগাম বার্তা ছিলই। সেই মত কলকাতা ও পাশ্ববর্তী জেলাগুলিতে প্রবল বেগে বাতাস বইতে থাকে। তার পরেই নামে বৃষ্টি। কলকাতা ছাড়াও দক্ষিন বঙ্গের কয়েকটি জেলাতেও চলছে নাগাড়ে বৃষ্টি।
আজ জন্মাষ্টমীতে সাধারন মানুষ ব্যস্ত পূজো নিয়ে। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় পুজোর কাজে অসুবিধা হচ্ছে বলে জানালেন অনেকেই। নিম্ন চাপের জেরে আগামীকালও বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর ।
এই বঙ্গোপসাগরে একটি নিম্ন চাপ ব্যাপকভাবে ঘনীভূত হচ্ছে। সেই নিম্ন চাপের অভিমুখ ওড়িশার ভুবনেশ্বরের দিকে। সেই নিম্ন চাপের জেরেই দক্ষিন বঙ্গের দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও সুন্দরবনের বিস্তীর্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এদিকে আজ বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের একটি ট্রলারও ডুবে গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।