আজ খবর (বাংলা), হুগলী, পশ্চিমবঙ্গ, 26/08/2022 : তৃনমূল-বিজেপি ছেড়ে সিপিআইএমে যোগ দিল প্রায় ৫০০ জন,পঞ্চায়েত ভোটের আগে বলাগড়ে শক্তি বাড়বে দাবী সিপিআইএমের পক্ষ থেকে।
সিপিআইএম জেলা সম্পাদক দেবব্রত ঘোষের দাবী আগামী দিনে আরো অনেকে যোগ দেবেন। সিপিআইএম বলাগড় ১নং এরিয়া কমিটির উদ্যোগে মিছিল ও সমাবেশ হয় এদিন, বলাগড় ব্লকের বাকুলিয়া ধোবাপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার কুলিয়া পাড়া বাজারে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের দুর্নীতি বিরুদ্ধে সোচ্চার হয় সিপিআইএম।
শিক্ষক নিয়োগে দুর্নীতি সহ অবিলম্বে ১০০ দিনের কাজ চালু করতে হবে এবং বকেয়া মজুরি দেওয়ার দাবীতে সমাবেশ হয়,সমাবেশ ও যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য তথা হুগলী জেলা কমিটির সম্পাদক দেবব্রত ঘোষ, এছাড়াও উপস্থিত ছিলেন পার্টির নেতা রামকৃষ্ণ রায় চৌধুরী ও জেলা কমিটির সদস্য মহামায়া মন্ডল, বিকাশ হেমব্রম সমাবেশ মঞ্চে তৃনমূল-বিজেপির থেকে প্রায় ৫০০ জন লাল ঝান্ডা হাতে তুলে নেন।
তৃনমূলের প্রাক্তন বুথ সভাপতি বিমল বাউল দাস CPIM-এ যোগদান দিয়ে বলেন "তৃনমূলে দেখলাম সততা বলে কিছু নেই,শুধু টাকা আর টাকা,গরীব মানুষের কথা ভাবে না তৃণমূল। সিপিআইএমের একটা নীতি আদর্শ আছে তাই সিপিআইএমে যোগ দিলাম আমরা ১০৯ টি পরিবারের প্রায় ৫০০ জন, তৃনমূল পার্টি আমাদের জন্য নয় বাঁচতে হলে বামেদের সঙ্গেই থাকতে হবে";
রিপোর্ট : তন্ময় ভৌমিক