LAC ছুঁয়ে চলে গেল চীনা যুদ্ধ বিমান, উত্তেজনা লাদাখে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


LAC ছুঁয়ে চলে গেল চীনা যুদ্ধ বিমান, উত্তেজনা লাদাখে

Share This

LAC ছুঁয়ে চলে গেল চীনা যুদ্ধ বিমান, উত্তেজনা লাদাখে


আজ খবর (বাংলা), লাদাখ, ভারত, 08/07/2022 : গত মাসে চীনের যুদ্ধবিমান চলে এসেছিল লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার আকাশ সীমান্তে, যা নিয়ে লাদাখ সীমান্তে কিছুটা উত্তেজনাও দেখা দিয়েছিল বলে জানা যাচ্ছে।

ঘটনাসূত্রে জানা যাচ্ছে, গত মাসের শেষ সপ্তাহের কোনো একটি দিন চীনা ফৌজের অত্যাধুনিক যুদ্ধ বিমান উড়তে উড়তে চলে এসেছিল ভারতের লাদাখ সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার আকাশে। যা দেখে ভারতও 'মৃদু প্রতিক্রিয়া' দেখিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। 



ঐ দিন আর পাঁচটা দিনের মতই আকাশে যুদ্ধ বিমান নিয়ে মহড়া দিচ্ছিল চীনা লাল ফৌজের বায়ু সেনারা। সীমান্ত থেকে লক্ষ্য রাখছিলেন ভারতীয় জওয়ানরা। আকাশে উড়তে থাকা অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলির মধ্যে ছিল এস400 বিমান প্রযুক্তিও। ছিল কয়েকটি পাইলট বিহীন যুদ্ধ বিমানও। ভোর চারটে নাগাদ একটি যুদ্ধ বিমান ভারত-চীন আন্তর্জাতিক সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ছুঁয়ে বেরিয়ে যায়। ভারতীয় বেসে সদা তৎপর ভারতীয় যুদ্ধ জাহাজগুলিও ততক্ষণে প্রতিক্রিয়া দেখাতে তৎপর হয়ে উঠেছিল। ভারতীয় যুদ্ধ বিমানগুলিও সক্রিয় হয়ে গিয়েছিল। 

সেদিন লাদাখ সীমান্তে রীতিমতো উত্তেজনার মধ্যে দিয়েই সূর্যোদয় হয়েছিল। বিষয়টি চীনকে জানিয়েছে ভারত।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages