আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 11/06/2022 : রাজ্যের মন্ত্রী ও অভ্যাগতদের বাদ দিয়েই আজ শিয়ালদহ মেট্রোর উদ্বোধন করা হয়ে গেল।
শিয়ালদহ মেট্রো রাজ্য মেট্রো পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপুর্ণ একটি অধ্যায়। বহু মানুষ যেমন শিয়ালদহ স্টেশনে এসে কর্মক্ষেত্রে যাওয়ার জন্যে মেট্রো ধরতে পারবেন, তেমন অনেক মানুষ সল্ট লেক বা সেক্টর ফাইভের দিক থেকে এসে শিয়ালদহ থেকে ট্রেন ধরে চলে পারবেন বিভিন্ন গন্তব্যে। তাই ইস্ট ওয়েস্ট মেট্রোর এই শিয়ালদহ স্টেশনের গুরুত্ব অপরিসীম।
শিয়ালদহ স্টেশনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী। উপস্থিত ছিলেন সরকারি অভ্যাগতরা, কিন্তু হাজির থাকলেন না রাজ্যের কোনো অতিথি বা অভ্যাগত।
শিয়ালদহ মেট্রো রেল স্টেশন উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানানো হয় নি বলে একতা অভিযোগ উঠেছিল। যদিও এই ইস্ট ওয়েস্ট মেট্রোর রূপকার হিসেবে মমতাকে দাবী করেছে তৃণমূল কংগ্রেস। অথচ সেই মমতাকেই অবজ্ঞা করা হয়েছে শিয়ালদহ মেট্রো উদ্বোধনের অনুষ্ঠানে ! এই নিয়ে কেউ কেউ সোচ্চার হতে শুরু করেছিলেনও। শেষমেশ রবিবার জল্পনার অবসান ঘটিয়ে রেলের তরফ থেকে মমতাকে আমন্ত্রণ জানানো হলেও মুখ্যমন্ত্রী চলে যান দার্জিলিং পাহাড় সফরে। আমন্ত্রিত ছিলেন সাংসদ সুদীপ ব্যানার্জি এবং রাজ্য সভার সদস্য পরেশ পাল। যদিও এঁদের মধ্যে কেউই উপস্থিত ছিলেন না আজকের অনুষ্ঠানে। রাজ্য সরকারের অভ্যাগতদের অনুপস্থিতিতেই শেষমেশ উদ্বোধন করা হয় শিয়ালদহ মেট্রো স্টেশনের।
আজ উদ্বোধন করা হয়ে গেলেও সাধারন মানুষ শিয়ালদহ থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো রেল ব্যবহার করতে পারবেন আগামী বৃহস্পতিবার থেকে বলে জানা গিয়েছে মেট্রো রেল সূত্রে।