আজ খবর (বাংলা), হুগলী, পশ্চিমবঙ্গ, 06/07/2022 : ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে বিজেপির বাইক মিছিল অনুষ্ঠিত হল।
ভারত কেসরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্ম হয় ৬ জুলাই ১৯০১ সালে। এবং মৃত্যু হয় ২৩ শে জুন ১৯৫৩ সালে। তিনি একজন ভারতীয় পন্ডিত এবং নেতা। শ্যামাপ্রসাদ মুখার্জী প্রথম হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল ভারতীয় জন সংঘ গঠন করেন। শ্যামাপ্রসাদ মুখার্জী হিন্দু মহাসভার সভাপতি ছিলেন তিনিই আবার জওহরলাল নেহেরুর ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন।
বুধবার ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২২ তম জন্মদিন উপলক্ষে হুগলি সাংগঠনিক জেলা পার্টির উদ্যোগে ভারতীয় জনতা পার্টি বাইক মিছিল করে। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম দিবস উপলক্ষে এই মিছিল আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন হুগলি জেলার সাংসদ লকেট চ্যাটার্জি ও রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। এই মিছিলে বিজেপির জেলা নেতৃবৃন্দ এবং সমর্থক ও সদস্যরা উপস্থিত ছিল।