তৃণমূলের শহীদ দিবসে আজ জনপ্লাবন কলকাতায় - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


তৃণমূলের শহীদ দিবসে আজ জনপ্লাবন কলকাতায়

Share This

তৃণমূলের শহীদ দিবসে আজ জনপ্লাবন কলকাতায়


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ২১/০৭/২০২২ : তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের ডাকে আজ প্রায় গোটা বাংলা কলকাতার ধর্মতলামুখী। মানুষের প্লাবনে ধর্মতলা চত্বর উপচে পড়েছে।

করোনার কারনে গত দুই বছর শহীদ দিবস পালনে বিরত ছিল তৃণমূল। আজ দুই বছর পর ২১শে  জুলাই শহীদ দিবসে পালন করতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে কাতারে কাতারে মানুষের ভীড় উপচে পড়েছে। কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে মমতা ব্যানার্জি এখন মূল মুখ. দু'বছর পর শহীদ দিবসে আসতে  পেরে তৃণমূল সমর্থকদের উৎসাহ তুঙ্গে। শহীদ  দিবসের মঞ্চ থেকে আজ মমতা ব্যানার্জি কি বার্তা দেন, তা দেখতেই জনপ্লাবন কলকাতায়। ২০১৯ সালে ব্রিগেডে এই সমাবেশ হলেও এবার ধর্মতলার ভিকটোরিয়া হাউস চত্বরেই পালিত হবে শহীদ দিবস। দলের সমর্থকেরা বলছেন এবার জনপ্লাবনের সব রেকর্ড ছাপিয়ে যাবে।

ধর্মতলা চত্বরে শুধুমাত্র মানুষের মাথা এবং তৃণমূলের পতাকা ছাড়া আর কিছু চোখে পড়ছে না। রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষ আসতে শুরু করেছিলেন গত পরশু দিন থেকেই। তাঁদের কলকাতার বিভিন্ন জায়গায় থাকা ও খাওয়ার ব্যবস্থা করেছিল দল।  উত্তরবঙ্গ থেকেও এসেছেন প্রচুর মানুষ। বীরভূম থেকে ধামসা মাদল আর ঢোল নিয়ে মানুষ এসেছেন। ধর্মতলা চত্বরেই চলছে তাঁদের নাচ গান।  

আর কিছুক্ষন পরেই মূল অনুষ্ঠান শুরু হতে চলেছে। দুপুর ১টা নাগাদ মমতা ব্যানার্জি নিজের বক্তব্য রাখবেন। সেই ভাষণ শোনার জন্যেই মুখিয়ে আছেন লাখ লাখ মানুষ। আজ তৃণমূল নেত্রী বলে দেবেন দলের নীতি কি হবে।  কি টার্গেট থাকবে, দল কিভাবে চলবে। এদিন তিনি কেন্দ্রের বিরুদ্ধেও সুর চড়াবেন বলে মনে করা হচ্ছে। ধর্মতলায় আজ শহীদ দিবসে মানুষের ঢল  নেমেছে। এখনও অসংখ্য মানুষ আসছেন ধর্মতলার অভিমুখে।

উল্লেখ্য, ১৯৯২ সালের ২১শে  জুলাই ধর্মতলার কে সি দাস মিষ্টির দোকানের সামনে বিক্ষোভরত কংগ্রেস কর্মীদের ওপর গুলি চালিয়েছিল বামফ্রণ্টের পুলিশ। সেদিন ১৩ জন কংগ্রেস কর্মী গুলিতে মারা গিয়েছিলেন এবং প্রায় ২০০ জন আহত হয়েছিলেন। প্রতিবাদী মমতার গায়েও পড়েছিল একাধিক লাঠির আঘাত। ১৯৯৩ সাল্ থেকে প্রতিবছর ১৩ জন শহীদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ দিবস পালন করে আসছে তৃণমূল কংগ্রেস।  

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages