আজ খবর (বাংলা), টোকিও, জাপান, 08/07/2022 : জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী সিনজো আবের ওপর প্রাণঘাতি হামলা চালানো হয়েছে এবং আততায়ীর গুলিতে তিনি নিহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।
কিছুদিন আগেও জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব সাফল্যের সাথে পালন করছিলেন সিনজো আবে। কিন্তু আচমকাই অসুস্থতার কারনে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে সরে দাঁড়ান তিনি। অসুস্থ থাকলেও দলীয় কর্মসূচীতে নিয়মিত যোগদান করছিলেন সিনজো।
![]() |
মাটিতে লুটিয়ে পড়লেন গুলিবিদ্ধ সিনজো |
এদিন পশ্চিম জাপানের নারা শহরে তাঁর দল লিবারাল ডেমোক্রেটিক পার্টির একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন সিনজো আবে। সেই সময় আততায়ী তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে জানিয়েছে জাপানের এনএইচকে টেলিভিশন। আততায়ীর ছোঁড়া গুলি সিনজোর হার্ট ফুঁড়ে বেরিয়ে গিয়েছে। জাপানের স্থানীয় মিডিয়া জানাচ্ছে এই ঘটনায় পুলিশ অত্যন্ত তৎপর হয়ে উঠেছে এবং এই ঘটনায় একজন ধরা পড়েছে, তাকে হেফাজতে নেওয়া হয়েছে। এই ব্যাপারে তদন্ত শুরু করেছে জাপান পুলিশ।