আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 06/07/2022 : মুখ্যমন্ত্রীর সাথে নবান্নে বৈঠক সেরে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপা।
দার্জিলিং-কালিম্পং পাহাড়ে জিটিএ নির্বাচনে জয়লাভ করে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করতে গতকালই কলকাতায় এসেছিলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপা। আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে বেশ কিছুক্ষণ বৈঠক করেন অনীত থাপা। ঠিক হয়েছে আগামী 12 তারিখ পাহাড়ে যাবেন মমতা। সেখানে গিয়ে জিটিএ বোর্ড গঠন করবেন তিনি।
মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক সেরে বেরিয়ে আসেন অনীত থাপা। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। সাংবাদিকদের প্রশ্নের উত্তরও দেন তাঁরা। এদিন অনীত থাপা সাংবাদিকদের বলেন, "পাহাড়ে শুধু রাজনীতি নয়, উন্নয়ন চাই। উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবী অনেক পুরনো। বিজেপি পাহাড়কে 15 বছর পিছিয়ে দিয়েছে। এখন আমি চাই পাহাড়ে শুধুই উন্নয়ন হোক। এবার সার্বিক উন্নয়নই পাহাড়কে এগিয়ে নিয়ে যাবে।"