মালদহে বিজেপিকে তোপ ফিরহাদ হাকিমের - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মালদহে বিজেপিকে তোপ ফিরহাদ হাকিমের

Share This

মালদহে বিজেপিকে তোপ ফিরহাদ হাকিমের


আজ খবর (বাংলা) মালদহ, পশ্চিমবঙ্গ, 07/07/2022 :  সাম্প্রদায়িক তাস খেলে বিজেপি বাংলায় বিভাজন সৃষ্টি করছে। ওরা গণতন্ত্রকে ধ্বংস করছে। নারীকেও সম্মান দিতে জানে না ওরা। বৃহস্পতিবার  মালদায় এক সাংবাদিক বৈঠকে বিজেপির বিরুদ্ধে এভাবেই কড়া সমালোচনা করেন রাজ্যের পরিবহন এবং পুরো ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। 

এদিন সকাল ১১টা নাগাদ মালদা প্রেস কর্ণারে এসে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য মূলক সাক্ষাত করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানেই একটি সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হোসেন, বিধায়ক আব্দুর রহিম বক্সী প্রমুখ। 

এদিন সাংবাদিকদের খোলামেলা প্রশ্নের উত্তরে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, বিজেপি সারা ভারতবর্ষে গণতন্ত্র ধ্বংস করছে।  ওরা মহারাষ্ট্র, কর্ণাটক সহ কয়েকটি রাজ্যে যে ভাবে চলছে, তাতেই বোঝা যাচ্ছে বিজেপির নীতিবোধ বলে কিছু নেই। ভারতের যে সব গনতন্ত্র পরিকাঠামো রয়েছে সেইসব স্তম্ভ গুলিকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে বিজেপি। ওরা শুধু আমি  আর আমি করতেই ব্যস্ত। 


মন্ত্রী আরো বলেন, এ বাংলায় একটা স্বাধীন সত্ত্বা আছে। মে সত্ত্বা নিয়ে এক সময় খুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বোসের মতোন প্রাণ পুরুষেরা চলেছেন। সেই সত্ত্বাটা আজও বাংলার মানুষের মধ্যে আছে। তাই বিজেপি যতোই চেষ্টা করুক সাম্প্রদায়িক তাস খেলে বাংলায় বিভাজন তৈরি করতে পারবে না। 

এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের কুরুচিকর মন্তব্য প্রসঙ্গ মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, নারীকে সম্মান দিতে ওরা জানে না , ওরা মানে না। তাই এরকম মন্তব্য বাংলার মানুষ কখোনোই মেনে নিবে না।  বাংলায় বিজেপি বিভাজনের রাজনীতি করার চেষ্টা চালাচ্ছে। আর কেউ কেউ ওদের ফাঁদে পা দিচ্ছে।  অথচ দেশটি বিক্রি হয়ে যাচ্ছে সেটা আমাদের কাছে সমস্যা। বেকারত্ব আমাদের সমস্যা। আর সেটা আড়াল করতেই সাম্প্রদায়িক বিভাজনের খেলায় মেতেছে বিজেপি। এই বাংলার মানুষ এটা মেনে নিবে না। এখানে বিজেপির কোনো জায়গা নেই। 

রিপোর্ট : বিশ্বজিৎ মন্ডল, মালদহ 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages