আজ খবর (বাংলা), দার্জিলিং, পশ্চিমবঙ্গ, 13/06/2022 : দার্জিলিঙের রাজভবনে রাজ্যপালের সাথে দেখা হওয়া নেহাতই সৌজন্য সাক্ষাৎ, রাজ্যপালের সঙ্গে বৈঠকের পরে জানালেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় সফরে বুধবার বিকেলে সাক্ষাৎ হল রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে। রাজভবনে প্রায় আড়াই ঘণ্টা কথা হয় তাঁদের। সেখানে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও। বৈঠক সেরে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, এটা নিছক সৌজন্য সাক্ষাৎ। “একটু চা আর একটা বিস্কুট খেয়েছি।"
চারদিনের সফরে পাহাড়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, জিটিএ শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন তিনি। বুধবার, মুখ্যমন্ত্রী যোগ দেন কবি ভানু ভক্তের জন্মদিনের অনুষ্ঠানে। সেখানে থেকে যান দার্জিলিং ক্যাফে হাউসে। সঙ্গে ছিলেন মুখ্যসচিব, সত্যম রায়চৌধুরী, সাহেব চট্টোপাধ্যায়-সহ অনেকে।
সেখানে থেকেই রাজভবনে যান মমতা। বৈঠক সেরে বেরিয়ে বলেন, "কোনও রাজনৈতিক আলোচনা হয়নি। তাঁকে ও অসমের মুখ্যমন্ত্রীকে চায়ের নিমন্ত্রণ জানিয়ে ছিলেন জগদীপ ধনকড়। হিমন্ত বিশ্বশর্মা তাঁর পূর্ব পরিচিত। মমতা যখন কামাখ্যায় পুজো দিতে গিয়েছিলেন তখন সুবন্দোবস্ত করে দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী। সেই কথার উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, "তিনি মনে করেন অসমের সঙ্গে যোগযোগ রাখা জরুরি। কারণ, বাংলার অনেকেই অসম যান, তেমনই সেই রাজ্যের লোক বাংলায়ও আসেন।"
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কী কথা হয়েছে?
উত্তরে মমতা জানান, "হেমন্ত বিশ্বশর্মা ও তিনি আলাদা রাজনৈতিক দলের, সেক্ষেত্রে আলোচনার কোনও প্রশ্ন নেই। দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রী যেখানে থাকেন তার থেকে রাজভবন এক মিনিটের পথ। একেবারেই সৌজন্য সাক্ষাতেই তিনি রাজ্যপালের আমন্ত্রণে রাজভবনে গিয়েছিলেন বলে জানান মমতা।
রিপোর্ট : শ্রেয়া বসু