দেশ থেকে পালিয়ে গোতাবায়া আপাতত মালদ্বীপে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দেশ থেকে পালিয়ে গোতাবায়া আপাতত মালদ্বীপে

Share This

দেশ থেকে পালিয়ে গোতাবায়া আপাতত মালদ্বীপে


আজ খবর (বাংলা), কলম্বো, শ্রীলঙ্কা, 13/06/2022 :  দেশ থেকে পালিয়ে গিয়ে আপাতত মালদ্বীপে আশ্রয় নিলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে।

বেশ কিছুদিন ধরেই মারাত্মক আর্থিক সঙ্কটে ভুগছে শ্রীলঙ্কা। অত্যাবশ্যক জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। বাজারে পেট্রোল ডিজেল অমিল। ঘণ্টার পর ঘন্টা বিদ্যুৎ পরিষেবা নেই। এইসবকিছুর বিরোধীতা করে সাধারন মানুষ যখনই পথে নেমে প্রতিকার চেয়েছে, তাদের পথ আটকেছে পুলিশ। হয়েছে লাঠিচার্জ, জলকামান, রাবার বুলেটের ব্যবহার, এমনকি চলেছে গুলিও। সরকারের বিরুদ্ধে রীতিমত ফুঁসছে জনগণ। এই পরিস্থিতিতে সাধারন মানুষ রাষ্ট্রপতি ভবন আক্রমণ করলে পালিয়ে যান রাষ্ট্রপতি গোতাবায়া। 



শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ভবনের দখল নেয় সাধারন মানুষ। দেশকে চরম সঙ্কটের মুখে ঠেলে দিয়েও রাষ্ট্রপতি বিলাস বহুল জীবন যাপন  করছিলেন বলে অভিযোগ করে জনগণ। আপাতত মালদ্বীপে আশ্রয় নিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে। যদিও মলদ্বীপের ভিআইপি লাউঞ্জ তাঁকে পরিষেবা দেয় নি বলে অভিযোগ উঠেছে। বুধবার ভোরবেলায় মালদ্বীপে গিয়ে পৌঁছান গোতাবায়া। সেনাবাহিনীর একটি বিশেষ বিমানে (আন্তনভ 32) তিনি ও তাঁর পরিবার মিলিয়ে চারজন মালদ্বীপে গিয়ে পৌঁছেছেন বলে জানা যাচ্ছে।

এদিকে শ্রীলঙ্কায় আগামী 20 তারিখে রাষ্ট্রপতি নির্বাচন করা হবে বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে মনোনয়ন পেশ করতে হবে 19শে জুলাই এর মধ্যে। নতুন রাষ্ট্রপতি এসে কি শ্রীলঙ্কাকে আর্থিক সঙ্কট থেকে মুক্ত করতে পারবে ? সকলেই তাকিয়ে থাকবে সেদিকে। তবে ভারতের মত দেশ শ্রীলঙ্কার পাশে রয়েছে এবং থাকবে বলে জানিয়েছে। ইতিমধ্যেই ভারত সরকার শ্রীলঙ্কায় পাঠিয়েছে প্রচুর ত্রাণ  সামগ্রী।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages