আজ খবর (বাংলা), চোয়াপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ২৬/০৭/২০২২ : দীর্ঘদিনের দাবী পূরণ হল। মুর্শিদাবাদ জেলার চোয়াপাড়া এলাকায় সৌর চালিত মোট পাঁচটি পাম্প বসানো হল।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, চোয়াপাড়া গ্রাম পঞ্চায়েতর উদ্যোগে পাঁচটি মৌজাতে, কৃষকদের সুবিধার জন্য মোট পাঁচটি সৌর চালিত পাম্প বসানো হয়। সৌরচালিত এই পাম্পগুলি চালু হয়ে যাওয়ায় এলাকার কৃষকদের ব্যাপক সুবিধা যেমন হবে, তেমন খরচও কমানো যাবে।
এই পাম্পগুলির আজ উদ্বোধন করলেন চোয়াপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান তথা জলঙ্গি ব্লক দক্ষিণ জনের সভাপতি রাকিবুল ইসলাম (রকি) ও মুর্শিদাবাদ জেলার কমিটির সদস্য মোহিত-দেবনাথ। উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত সদস্য ইকবাল আহম্মেদ ও কীর্তনিয়া পাড়া গ্রাম পঞ্চায়েত সদস্য মিনারুল ইসলাম সহ প্রমুখ নেতৃত্ববূন্দ।
রিপোর্ট : কৌসর আলী