ন্যাশানাল টেস্টিং এজেন্সির জয়েন্ট এন্ট্রান্সের ফল আজ প্রকাশিত হল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ন্যাশানাল টেস্টিং এজেন্সির জয়েন্ট এন্ট্রান্সের ফল আজ প্রকাশিত হল

Share This

ন্যাশানাল টেস্টিং এজেন্সির জয়েন্ট এন্ট্রান্সের ফল আজ প্রকাশিত হল


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 11/06/2022 : ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরিচালিত জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা (মেইন)-২০২২, সেশন-১, পেপার-১ (বিই / বি-টেক)-এর ফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় নথিভুক্ত মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৭২ হাজার ৪৩২ জন। মোট ৪০৭টি শহরের ৫৮৮টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা গৃহীত হয়। এর মধ্যে ভারতের বাইরে মানামা, দোহা, দুবাই, কাঠমান্ডু, মাস্কট, রিয়াধ, শারজা, সিঙ্গাপুর, কুয়েত সিটি, কুয়ালালামপুর, লাগোস / আবুজা, কলম্বো, জাকার্তা, ভিয়েনা, মস্কো, পোর্ট লুইস ও ব্যাঙ্কক – এই ১৭টি শহরের পরীক্ষা কেন্দ্রেও পরীক্ষার আয়োজন করা হয়। এই পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন ৫৫৮ জন অবজার্ভার, ৪২৪ জন সিটি কো-অর্ডিনেটর, ১৮ জন রিজিওনাল কো-অর্ডিনেটর, ৩৬৯ জন ডেপুটি ও অন্যান্য পর্যায়ের অবজার্ভার এবং ২ জন ন্যাশনাল কো-অর্ডিনেটর। বাংলা, হিন্দি, অসমিয়া, ওড়িয়া, গুজরাটি, কানাড়া, মালয়ালাম, মারাঠি, পাঞ্জাবি, তামিল, তেলেগু, উর্দু ও ইংরেজি – এই ১৩টি ভাষায় পরীক্ষা গৃহীত হয়।


পরীক্ষার বিভিন্ন ক্যাটেগরিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের তালিকা অনুযায়ী সাধারণ ক্যাটেগরিতে ১০ জন, সাধারণ ইডব্ল্যুএস ক্যাটেগরিতে পাঁচজন, ওবিসি-এনসিএল ক্যাটেগরিতে পাঁচজন, তপশিলি জাতি পর্যায়ে পাঁচজন এবং তপশিলি উপজাতি পর্যায়ে পাঁচজন সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে। সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের তালিকায় সফল মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ১০ এবং পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা ১৩। এছাড়াও, পরীক্ষায় সফল অন্যান্য প্রার্থীদের নামও তালিকাভুক্ত হয়েছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages