আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 07/07/2022 : বাংলাকে আর্থিকভাবে কোণাঠাসা করার ষড়যন্ত্র করছে কেন্দ্র, আজ এমনটাই বিস্ফোরক অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি অভিযোগ করে বলেন "দীর্ঘদিন ধরেই ১০০দিনের প্রকল্পের রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার।"
বৃহস্পতিবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিলির অনুষ্ঠানে এই বিষয় নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। প্রকল্পের টাকা আটকে রাখাই নয়, রাজ্যে থেকে নিয়ে যাওয়ায় টাকাও দিচ্ছে না কেন্দ্র। ইউজিসি-র টাকাও দিচ্ছে না। মমতার অভিযোগ, আর্থিকভাবে বাংলাকে অবরুদ্ধ করার ষড়যন্ত্র করছে কেন্দ্র।
এর আগেও কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হন মমতা। ইতিমধ্যেই তিনি রাজ্য সরকারি বিভিন্ন প্রকল্পে
১০০দিনের কাজের জবকার্ড হোল্ডারদের নিযুক্তির বিষয়ে নির্দেশ দিয়েছেন। ১০লক্ষ কর্মসংস্থান তৈরি করেছে রাজ্য। সেই মতো বিভিন্ন দফতর পদক্ষেপ করছে। ১০০দিনের কাজ ছাড়াও বিভিন্ন খাতে কেন্দ্রের কাছে বিপুল পাওনা রাজ্যের। সেই সব টাকা আটকে রেখে বাংলাকে আর্থিকভাবে দুর্বল করে দেওয়া ষড়য়ন্ত্র চলছে বলে অভিযোগ।
একই সঙ্গে অযথা বিতর্ক করার বিষয়ে সমালোচনা করেন তিনি। সব কিছু নিয়ে বিতর্ক সৃষ্টি করা উচিত নয়। এক শ্রেণির লোক ছোটদের কবিতা নিয়েও বিতর্ক করছে। এই ঘটনারও তীব্র সমালোচনা করেন মমতা। একই সঙ্গে বলেন, "কাজ করতে গেলে ভুল হতে পারে। তা নিয়ে জলঘোলা করেন কিছু লোক।"
রিপোর্ট : শ্রেয়া বসু