আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 04/07/2022 : প্রয়াত হলেন বিশিষ্ট চিত্র পরিচালক তরুন মজুমদার। 91 বছর বয়সে আজ তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
ইদানিং বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ভেন্টিলেশনে ছিলেন, আজ তিনি প্রয়াত হন।
তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছেন, "তরুণবাবুর প্রয়াণ চলচ্চিত্র জগতে এক অপূরণীয় ক্ষতি। আমি তরুন মজুমদারের পরিবার পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।"
নবান্ন থেকে জানানো হয়েছে, 'ভিন্ন ধারার রুচিসম্মত সামাজিক চলচ্চিত্র নির্মাণে তরুন মজুমদার উজ্জ্বল নিদর্শন রেখে গিয়েছেন। তাঁর ছবিতে রবীন্দ্রসঙ্গীতের প্রয়োগ দর্শককে আবিষ্ট করে রাখে। তরুন মজুমদারের পরিচালিত উল্লেখযোগ্য ছবিগুলি হল বালিকা বধু, শ্রীমান পৃথ্বীরাজ, ফুলেশ্বরী, দাদার কীর্তি, ভালবাসা ভালবাসা, সংসার সীমান্তে, গণদেবতা, শহর থেকে দুরে, পথভোলা, চাঁদের বাড়ি, আলো ইত্যাদি। তিনি পদ্মশ্রী, জাতীয় পুরস্কার, বিএফজেএ পুরস্কার, ফিল্ম ফেয়ার এওয়ার্ড সহ অনেক পুরস্কার পেয়েছেন'। তার সাথে অবশ্য বাংলার অগণিত দর্শকের ভালবাসাও তিনি পেয়েছিলেন।