আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 13/06/2022 : ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশন থেকে আগামীকাল মেট্রো পরিষেবা শুরু হবে। ১১ই জুলাই কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী শ্রীমতী স্মৃতি জুবিন ইরানী এই পরিষেবার উদ্বোধন করেন।
শিয়ালদহ স্টেশন থেকে প্রথম ট্রেনটি সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশে রওনা হবে সকাল ৬:৫৫ মিনিটে। যাত্রীরা মাত্র ২১ মিনিটে নির্ঝন্ঝাটে সল্টলেক সেক্টর ফাইভে পৌঁছে যাবেন।
এই পথে ফুলবাগান, সল্টলেক স্টেডিয়াম এবং বেঙ্গল কেমিক্যাল পর্যন্ত যেতে ভাড়া লাগবে মাত্র ১০ টাকা। এরপর সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুনাময়ী এবং সেক্টর ফাইভ যেতে হলে ভাড়া দিতে হবে ২০ টাকা।
Loading...