আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 27/07/2022 : দক্ষিন কলকাতার পর এবার উত্তর কলকাতার শহরতলি ! এবার অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হল টাকার পাহাড়।
দক্ষিন কলকাতার ডায়মন্ড সিটি কমপ্লেক্সে অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে পাওয়া গিয়েছিল প্রায় 22 কোটি টাকা, সোনা-হীরে, বিদেশি মুদ্রা। এবার অর্পিতার আর একটি ফ্ল্যাট যার অবস্থান বেলঘরিয়ায় সেখান থেকেও উদ্ধার করা হল টাকার পাহাড়। সেই ফ্ল্যাটে হানা দেওয়ার পর থেকে এখনও পর্যন্ত টাকা গোনার কাজ শেষ করা যায় নি।
অর্পিতাকে জেরা করে ইডি তাঁর বেলঘরিয়ার ফ্ল্যাটের খোঁজ পেয়ে যায়। সেই ফ্ল্যাটে তল্লাশি চালাতে গিয়েও উদ্ধার করা হয় স্তূপের মত টাকা। ব্যাঙ্ক কর্মীদের ডাকা হয়েছে সেই বিপুল অর্থ গোনার জন্যে। আনা হয়েছে বেশ কিছু নোট গোনার মেশিন। এখনও পর্যন্ত মোট 15 কোটি টাকা গোনা গিয়েছে, যদিও গণনার কাজ এখনও চলছে বলে জানা গিয়েছে। ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে সোনার বার, গহনা এবং দলিলও। অর্পিতা মুখার্জির দুই ঠিকানায় তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত মোট 37 কোটি টাকা উদ্ধার করা গিয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া মোট টাকার পরিমান 20 কোটি।